বন্ধুরা,
দারুণ কিছু সময় পার হয়ে গেল, প্রায় এক মাস। সেই সঙ্গে শেষ হয়ে গেল মোট ১৫১টি আই-ক্যাম্প। ইন্টারনেটের আলোকবর্তিকা নিয়ে আই-জিনিয়াসরা ছুটে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানে। অভিনন্দন আই-জিনিয়াসদের! নতুন প্রজন্মকে তোমরা আলোকিত করেছ ইন্টারনেটের আলোয়।
আর দেশের প্রতিটি প্রান্ত থেকে আমরা পেয়েছি অভূতপূর্ব সাড়া। আই-ক্যাম্পের এই প্রাণের স্ফুরণকে ধরে রাখতে আমরা বেছে নিয়েছি ১৫১ জন আই-ক্যাপ্টেনকে। যারা ইন্টারনেটের বিশেষ দূত হয়ে কাজ করবে এবং সহযোগিতার হাত প্রসারিত করবে সবার মধ্যে। উন্নত পৃথিবীর সঙ্গে এগিয়ে যেতে ইন্টারনেটের কোনো বিকল্প নেই। তাই ইন্টারনেটের আলো ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।
আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ইন্টারনেট-উৎসব, ইন্টারনেটের সব থেকে বড় আয়োজন। তোমাদের আশপাশে যেখানেই ইন্টারনেট উৎসব হোক না কেন, তোমরা অবশ্যই অংশ নেবে। নিশ্চিত থাকো, এটা হবে তোমার জীবনের অনন্য এক অভিজ্ঞতা। আই-জিনিয়াস হতে পারাটাও কিন্তু মজার। ঢাকায় আই-কনফারেন্সে অংশ নিয়ে তুমি জানতে পারবে ইন্টারনেটের সেইসব গুরুত্বপূর্ণ বিষয়, যা তোমার শিক্ষার জগৎটাকে বদলে দেবে। তোমার সামনে উন্মুক্ত হবে এক বিশাল জগৎ, যা ইন্টারনেটের আলোয় হবে আলোকিত।
তোমাকে আমন্ত্রণ, পৃথিবীর পাঠশালায়।
আই-জিনিয়াস মাস্টার