১. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকোচ খ. সংশয়
গ. সংকল্প ঘ. বাধা
২. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
ক. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
খ. সমালোচনার ভয়ে
গ. সহযোগিতার ভয়ে
ঘ. ছোট হওয়ার ভয়ে
৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?
ক. ভয়হীনতা খ. পরোপকারিতা
গ. সাহসিকতা ঘ. সংকোচহীনতা
নিচের উদ্দীপক পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করেন। তিনি ভাবেন, একসময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবেন। কিন্তু তিনি যদি এ কাজে সফল হতে না পারেন, তাহলে সবাই তাঁর সমালোচনা করবে। তাই তিনি তাঁর পরিকল্পনা বাদ দেন।
৪. উদ্দীপকের মাসুদের মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক. ভীরুতা খ. সংশয়
গ. হতাশা ঘ. দুর্বলতা
৫. কামিনী রায়ের দৃষ্টিতে মাসুদের এ উদ্যোগ সফল করা যেতে পারে—
i. দৃঢ় সংকল্পবদ্ধ হলে
ii. সকল সংশয় দূর করলে
iii. সাহসী পদক্ষেপ গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ‘গুঞ্জন’ কী?
ক. ছোটদের কবিতার বই
খ. আনন্দ-বেদনার বই
গ. গীত–গানের বই
ঘ. ভয়-লাজের বই
৭. কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬৪ খ. ১৮৬৫
গ. ১৮৬৬ ঘ. ১৮৬৭
৮. কবি কাজ করতে পারেন না কেন?
ক. সংকল্প সাধনে
খ. লোকের উৎসাহে
গ. ভয় আর লজ্জায়
ঘ. বাধা পাওয়ায়
৯. কিসে সংকল্প সদা টলে?
ক. সংশয়ে খ. ভয়ে
গ. লাজে ঘ. ভীতিতে
১০. কবি কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?
ক. কাজী নজরুল ইসলামের
খ. সুফিয়া কামালের
গ. লালন শাহের
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
সঠিক উত্তর
পাছে লোকে কিছু বলে: ১.ক ২.খ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
দুই বিঘা জমি এর বহুনির্বাচনি প্রশ্ন