অষ্টম শ্রেণির পড়াশোনা

অষ্টম শ্রেণি – বাংলা | তৈলচিত্রের ভূত: বহুনির্বাচনি প্রশ্ন

তৈলচিত্রের ভূত

২১. নগেন প্রায়ই তার মামাকে যমের বাড়ি পাঠাত কেন?

ক. পড়ার খরচ না দেওয়ায়

খ. ভালো ব্যবহার না করায়

গ. বিরক্তির ভাব প্রকাশ করায়

ঘ. অনাদর–অবহেলা করায়

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও

আদনান সন্ধ্যাবেলায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। একসময় মনে হলো তার পেছন পেছন কেউ হাঁটছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখে, আদনানের জুতার নিচে পেরেকগাঁথা একটা কাঠি আটকে আছে। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়।

২২. উদ্দীপকের আদনানের সঙ্গে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যের কারণ কী?

ক. তাদের বয়স কম

খ. তারা অন্ধকারকে ভয় করত

গ. তারা ভীষণ ভীতু ছিল

ঘ. তারা ভূত দেখেছিল

২৩. এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান?

ক. বাস্তব জ্ঞানের অভাব

খ. প্রকৃত শিক্ষা না পাওয়া

গ. মানসিক বিকাশ না হওয়া

ঘ. সঠিক সিদ্ধান্ত নিতে না পারা

২৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?

ক. ভৌতিক পরিবেশ সৃষ্টি

খ. অলৌকিক ঘটনার সমাবেশ

গ. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

ঘ. পাঠকদের নিছক আনন্দদান

২৫. লাইব্রেরির পুরোনো ক্যালেন্ডারে চৈত্র মাসের কত তারিখ ওল্টানো ছিল?

ক. ১৫ তারিখ খ. ১৪ তারিখ

গ. ১৩ তারিখ ঘ. ১২ তারিখ

২৬. কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধা–ভক্তি বেড়ে গিয়েছিল?

ক. ডাক্তারের খ. মামার

গ. মামির ঘ. কাকার

২৭. মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান?

ক. পরাশরের খ. নগেনের

গ. মেয়ের ঘ. স্ত্রীর

২৮. পুরোটা সকাল নগেন কোথায় পড়ে থাকল?

ক. বিছানায়

খ. লাইব্রেরিতে

গ. ডাক্তারের বাড়িতে

ঘ. পথেঘাটে

২৯. কীভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?

ক. বীরের মতো খ. পাগলের মতো

গ. চোরের মতো ঘ. স্বাভাবিকভাবে

৩০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ডাক্তারের নাম কী?

ক. নগেন খ. গণেশ

গ. পরাশর ঘ. সত্যানন্দ

সঠিক উত্তর

তৈলচিত্রের ভূত: ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.গ

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন