১১. মটকা কী?
ক. রেশমের মোটা কাপড়
খ. পাটের মোটা কাপড়
গ. তুলার মোটা কাপড়
ঘ. রেশমের চিকন কাপড়
১২. উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী?
ক. বিব্রত খ. দ্বিধান্বিত
গ. দ্বন্দ্ব ঘ. দিশেহারা
১৩. ‘তুমি কোন দেশি ছেলে?’ লাইনে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?
ক. অশিক্ষা খ. অজ্ঞতা
গ. অজানা ঘ. বুদ্ধিহীনতা
১৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটির মাধ্যমে লেখক কিসের চেষ্টা করেছেন?
ক. কুসংস্কারমুক্ত সমাজ গড়তে
খ. কুসংস্কারবিরোধী আন্দোলন করতে
গ. মানুষকে শিক্ষা দিতে
ঘ. মানুষকে ভালোবাসতে
১৫. ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
ক. মোসলেম ভারত
খ. সমকাল
গ. ইত্তেফাক
ঘ. মৌচাক
১৬. পরাশর ডাক্তার সম্পর্কে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?
ক. বুদ্ধিমান ও আধুনিক
খ. সাহসী ও লোভী
গ. জ্ঞানী ও সাহসী
ঘ. কুসংস্কারে বিশ্বাসী
১৭. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে খ্যাতিমান ছিলেন?
ক. কবি ও গল্পকার
খ. কবি ও ঔপন্যাসিক
গ. ঔপন্যাসিক ও ছোটগল্পকার
ঘ. ঔপন্যাসিক ও নাট্যকার
১৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫৪ খ. ১৯৫৬
গ. ১৯৫৮ ঘ. ১৯৬০
১৯. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
ক. মাসির খ. পিসির
গ. মামার ঘ. দাদার
২০. নগেনের সঙ্গে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?
ক. ২ মাস আগে খ. ৩ মাস আগে
গ. ৪ মাস আগে ঘ. ৫ মাস আগে
সঠিক উত্তর
তৈলচিত্রের ভূত: ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.ক
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন