সমবায় অধিদপ্তরের চারটি পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো পরিদর্শক, মহিলা পরিদর্শক, প্রশিক্ষক ও ফিল্ড ইনভেস্টিগেটর।
সমবায় অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শক পদে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৭৯ জন, মহিলা পরিদর্শক পদে ৩০ জন, প্রশিক্ষক পদে ৪৩৫ জন এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে ৪১০ জন উত্তীর্ণ হয়েছেন।
গত ১৯ মে পরিদর্শক, মহিলা পরিদর্শক, প্রশিক্ষক ও ফিল্ড ইনভেস্টিগেটর পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।