৪৫তম বিসিএস প্রিলির দিনে থাকা অন্য চাকরির পরীক্ষা পেছাল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একই দিনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছিল। একই দিনে একই সময়ে দুটি পরীক্ষা থাকায় বিপাকে পড়েছিলেন চাকরিপ্রার্থীরা। তবে চাকরিপ্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষাটি পেছানো হয়েছে।

আজ সোমবার সহকারী পরিচালক পদে আবেদনকারী প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষা পেছানোর বিষয়টি জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা ১৯ মের পরিবর্তে ২০ মে বেলা ১১টায় আগের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সহকারী পরিচালক পদে আবেদনকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী প্রথম আলোকে বলেন, প্রায় সব চাকরিপ্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে। তাই ওই দিন অন্য প্রতিষ্ঠানের পরীক্ষা থাকলে অংশগ্রহণ করা সম্ভব না। সহকারী পরিচালক পদের পরীক্ষা পেছানোয় এখন পরীক্ষাটি দিতে পারব।

৪৫তম বিসিএস প্রিলির দিনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের পরীক্ষার সূচি প্রকাশ করায় বিপাকে পড়েছিলেন কয়েক হাজার আবেদনকারী। এ নিয়ে গত ২ মে ‘৪৫তম বিসিএস প্রিলির দিনে অন্য চাকরির পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা’ এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।