সাত ব্যাংকের ২৪১৬ পদের প্রিলিমিনারির নম্বর বণ্টন–আসনবিন্যাস প্রকাশ, প্রার্থী দেড় লাখ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে ২০২১ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’–এর ২ হাজার ৪১৬টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস এবং নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’–এর ২ হাজার ৪১৬টি শূন্য পদে (সোনালী ব্যাংক পিএলসি-১২২৯টি, জনতা ব্যাংক পিএলসি-৪৪৫টি, অগ্রণী ব্যাংক পিএলসি-৪৫৫টি, রূপালী ব্যাংক পিএলসি-২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-২২২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক-১টি) সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত ১ লাখ ৫৭ হাজার ৭৮৭ জন প্রার্থীর এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইংরেজি ২৫, বাংলা ২৫, গণিত ও মানসিক দক্ষতা ২০, সাধারণ জ্ঞান ২০ এবং কম্পিউটারে ১০ নম্বর। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এই লিংকে