বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল ৪১–এর সুপারিশের পর

৪১তম বিসিএসের নন–ক্যাডারের নিয়োগ সুপারিশ শেষ হলে ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একটি বিসিএসের ফলের ওপরে আরেকটি বিসিএস নির্ভরশীল থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। পিএসসির একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানতে চাইলে পিএসসির সূত্র প্রথম আলোকে জানায়, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট নিয়োগ পাবেন ৪ হাজার ৫৩ জন। এটির জন্য পিএসসি অপেক্ষমাণদের কাছে আবেদন আহ্বান করেছিল। গত ২৩ নভেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৮ নভেম্বর। এ সময়ের মধ্যে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী। এখন সেই সব আবেদন বিশ্লেষণ চলছে। এই ফল আগামী এক সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে। ফল প্রকাশের মধ্য দিয়ে ৪১তম বিসিএসের কাজ শেষ করবে পিএসসি। এটি শেষ হলেই ৪৩তম বিসিএসসহ অন্য বিসিএসগুলোর কার্যক্রম আরও গতি পাবে বলে মনে করে পিএসসির সূত্রটি।

৪১তম বিসিএসের নন–ক্যাডারের ফল প্রকাশের পরপরই ৪৩তম বিসিএসের নন–ক্যাডারের তালিকা প্রকাশ করবে। আবেদন যাচাই–বাছাই করে ক্যাডার ও নন–ক্যাডারের ফল একসঙ্গে দেওয়ার পরিকল্পনা আছে। আগামী সব বিসিএসেই এখন থেকে এভাবেই ক্যাডার ও নন–ক্যাডারের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি

গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। তাঁরা নন–ক্যাডারের চাকরির জন্য আবেদন করেছেন। সেগুলোই যাচাই–বাছাই করছে পিএসসি।

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলের বিষয়ে জানতে চাইলে পিএসসির ওই সূত্র প্রথম আলোকে জানায়, ৪১তম বিসিএসের নন–ক্যাডারের ফল প্রকাশের পরপরই ৪৩তম বিসিএসের নন–ক্যাডারের তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় থাকা পদগুলো প্রার্থীদের বাছাই করে আবেদন করতে এক সপ্তাহের মতো সময় দিতে পারে পিএসসি। তা শেষে আবার সেই সব আবেদন যাচাই–বাছাই করে ক্যাডার ও নন–ক্যাডারের ফল একসঙ্গে দেওয়ার পরিকল্পনা আছে। এই বিসিএস থেকেই ক্যাডার ও নন–ক্যাডারের ফল একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। আগামী সব বিসিএসেই এখন থেকে এভাবেই ক্যাডার ও নন–ক্যাডারের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

এ বছরের ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। গত মাসে এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শেষ করে পিএসসি। গত বছরের জুলাইয়ে এই বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।