বেসরকারি সংস্থায় চাকরি, বেতন দেড় লাখের বেশি

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় আইসিটি অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: আইসিটি অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ম্যানেজমেন্ট বা জিওগ্রাফি/জিআইএস বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইসিটি ট্রেনিং ও ক্লাউড টেকনোলজিতে (আজুর/ অ্যামাজন) দক্ষ হতে হবে। এসপিএসএস, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন ও এক্সেলের মধ্যে যেকোনো তিনটি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। সিসিএনএ বা মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার সনদসহ সিটি স্পেশালিস্ট হতে হবে। দেশি বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও ইআরপি সিস্টেমের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৫৩,৬৯৫ টাকা (আলোচনা সাপেক্ষে)
সুযোগ–সুবিধা: স্বাস্থ্যবিমা, সরকারি ছুটি ছাড়া বছরে ১৮ দিন বার্ষিক ছুটি ও ১২ দিন অসুস্থতাজনিত ছুটির সুবিধাও আছে।

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un2@e-zonebd.com ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৩।