মডেল: নাহিদা আহমেদ
মডেল: নাহিদা আহমেদ

নবম গ্রেডসহ তিন ক্যাটাগরির পদে বাংলাদেশ হাই-টেক পার্কে চাকরির সুযোগ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহীদের ১০ জুনের মধ্য আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ১টি (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ১টি (গ্রেড ১৪)

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

টাকা (গ্রেড-১৪)

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা এবং স্টোর কিপার ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে। এই ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে।