বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন সোয়া দুই লাখ

মডেল: মোনালিসা মুন্নি
ছবি: প্রথম আলো

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ন্যাশনাল সি৪ডি কনসালট্যান্ট—মাল্টিমিডিয়া এসবিসি (এনওবি) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ন্যাশনাল সি৪ডি কনসালট্যান্ট-মাল্টিমিডিয়া এসবিসি (এনওবি)
    প্রজেক্ট: অ্যাক্সিলারেট প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ওএস, অ্যাপ্লিকেশন, অফিস প্যাকেজের কাজ জানতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শীসহ ইন্টারনেট, নেটওয়ার্ক কমান্ড ও ই–মেইলের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


  • চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
    কর্মস্থল: ঢাকা
    বেতন: মাসিক বেতন ২,২৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com–এ ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২২।