আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট—ব্রিডিং রিসার্চ পদে কর্মী নিয়োগ দেবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট—ব্রিডিং রিসার্চ
পদসংখ্যা: ১
যোগ্যতা: কৃষিতে বিএসসি ডিগ্রিসহ মর্ডার্ন ব্রিডিং মেথডোলজিস–সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বা সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রিসহ মর্ডার্ন ব্রিডিং মেথডোলজিস–সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডভান্সড ব্রিডিং রিসার্চে পিএইচডি ডিগ্রি থাকতে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। রিসার্চ ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্যালে দক্ষতা থাকতে হবে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা/প্রতিষ্ঠানে চাল বিষয়ে গবেষণাকাজের অভিজ্ঞতা থাকতে হবে। মলিকুলার প্ল্যান্ট ব্রিডিংয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশ অফিস, ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৯৪,৭৯৮ থেকে ১,৭৭,৪৪৩ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।
প্রার্থীদের ইরির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনের লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৪।