আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৬৩ হাজার

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ইমারজেন্সি অপারেশনে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট অফিসার-আইএম
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: ইনফরমেশন ম্যানেজমেন্ট, আইটি, ডেটা অ্যানালাইসিস বা এ ধরনের কারিগরি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। কোনো সংস্থায় সমপদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম/চুক্তিভিত্তিক
কর্মস্থল: কুতুপালং-বালুখালী এক্সপানশন সাইট, কক্সবাজার
বেতন: ৬০,০০০-৬৩,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কাভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি actedbgd.hr2@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Project Officer-IM’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩।