বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিভাগে ছাত্রীদের জন্য একজন নারী স্পোর্টস ফিজিওথেরাপিস্ট চুক্তিভিত্তিক (সম্পূর্ণ অস্থায়ী) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: স্পোর্টস ফিজিওথেরাপিস্ট (নারী)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ফিজিওথেরাপি (স্পোর্টস মেডিসিন) বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দুই বছর শরীরচর্চা ও খেলাধুলা-সংক্রান্ত/স্পোর্টস ক্লাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (অস্থায়ী)
বেতন: সাকল্যে মাসিক বেতন ৪০,০০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, মুঠোফোন নম্বর ইত্যাদি উল্লেখ করে সব সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানাসংবলিত ফেরত খামসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://regoffice.buet.ac.bd/wp-content/uploads/2024/05/Advertisement.-Sports-Physiotherapist-deadline-11.06.24_0001.pdf জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪।