মার্কিন সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে পৌনে ১৮ লাখ

প্রতীকী ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যাডভাইজার ১, এলএমআইএস অ্যান্ড এইচএমআইএস
    পদসংখ্যা:
    যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক হেলথ, অ্যাকাউন্টিং/ ইঞ্জিনিয়ারিং/ পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ প্রোগ্রাম, বিশেষ করে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা স্ট্রেনদেনিং এইচএমআইএসে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা সিস্টেম ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালাইসিসে অভিজ্ঞতা অপরিহার্য। ডিজিএইচএস, ডিজিএফপি ও জাতীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিবার পরিকল্পনা, এমআর, পিএসিতে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পরিকল্পনা, কৌশলগত ভাবনা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে ১৭ লাখ ৭৪ হাজার ১৫২ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইপাসের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটে কাভার লেটার, তিনটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি আপলোড করতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি, ২০২৪।