সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস ফাউন্ডেশন বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি উখিয়ায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১
যোগ্যতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চাইল্ড প্রটেকশন, প্রটেকশন অ্যান্ড ইনক্লুশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিম ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। চাইল্ড প্রটেকশন, পিএসএস ও কেস ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: মাসিক বেতন ১,৪৪,০০০ থেকে ১,৬৯,৯২০ টাকা।
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, সিভিয়ারেন্স পে, জীবনবিমা, কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যের জন্য স্বাস্থ্যবিমা, মুঠোফোন বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের টেরে ডেস হোমস ফাউন্ডেশনের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৪।