রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলাপ্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা এবং সার্কিট হাউসে পাঁচ ক্যাটাগরির পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ৮
দপ্তর: জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
পদসংখ্যা: ২
দপ্তর: জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৮
দপ্তর: জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৮
দপ্তর: জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮–৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
পদসংখ্যা: ১
দপ্তর: সার্কিট হাউজ
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮-৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.quary@teletalk.com.bd বা dcrangamati@mopa.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।