ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের সহকারী লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষা ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নীলক্ষেত হাইস্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। মুঠোফোন, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনা নিষেধ।