বিদ্যুৎ বিভাগের অধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষে (স্রেডা) ইন্টার্নশিপ নেওয়া হবে। ইন্টার্নশিপের মেয়াদ তিন মাস। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য স্রেডা কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে স্রেডায় ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু রয়েছে। এ লক্ষ্যে চতুর্থ ব্যাচে (ডিসেম্বর, ২৩-ফেব্রুয়ারি, ২৪) ইন্টার্নশিপ প্রোগ্রামে নতুন প্রার্থী নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানিসংক্রান্ত বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ বা সদ্য উত্তীর্ণ (পাস করার পর দুই বছরের অধিক নয়) হতে হবে। আবেদনকারীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। জ্বালানিবিষয়ক বিভিন্ন সফটওয়্যারের ওপর দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে স্রেডা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি ও আবেদন ফরমের লিংক স্রেডার ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে এই লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।
শর্ত
ইন্টার্নশিপের মেয়াদ তিন মাস। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় সব সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই–মেইল ও ডাকযোগে জানানো হবে।
বেতন: মাসিক সম্মানী ১০,০০০ টাকা।