আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন প্রায় ২ লাখ, সুযোগ ওয়ার্ক ফ্রম হোমের

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। আইন, সাংবাদিকতা, ফ্রিডম অব এক্সপ্রেশন, সিভিক স্পেস, গুড গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলে মানবাধিকার, সাংস্কৃতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিবেশ বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা। তবে হোম অফিসেরও সুযোগ আছে।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক মোট বেতন ১,২৮,৫০০ থেকে ১,৯৯,৩৪৭ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply for this job বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৪।