এআই জেনারেটেড ছবি
এআই জেনারেটেড ছবি

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা, আবেদন করুন দ্রুত

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে (এনডব্লিউপিজিসিএল) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে সাতজনকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স/অডিট)

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা উল্লিখিত বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা। এর সঙ্গে আছে বাড়িভাড়া ভাতা, মেডিকেল ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল)

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা। এর সঙ্গে আছে বাড়িভাড়া ভাতা, মেডিকেল ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট।

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/টেলিকমিউনিকেশন টেকনোলজি/ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৪০,০০০ টাকা। এর সঙ্গে আছে বাড়িভাড়া ভাতা, মেডিকেল ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।