চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১০ম ও ১২তম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণি
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি পাস। প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদসহ দুই বছরের অভিজ্ঞতা এবং কর্ণফুলী এনডোর্সমেন্ট।
বয়স: ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
২. পদের নাম: বার্থিং মাস্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস। আইএসও-১৯৭৬–এর অধীন কর্ণফুলী এনডোর্সমেন্টসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার কমপিটেন্সি সনদ।
বয়স: ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পরীক্ষার ফি বাবদ পে নাউ অপশনে ক্লিক করে ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৮ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।