বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লোগো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লোগো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ৫ পদে ১৭ জনের চাকরি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ ক্যাটাগরির ১৩ থেকে ২০তম গ্রেডে ১৭ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ বিভাগ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ আছে। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ জুলাই থেকে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৩
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৪
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১টি
গ্রেড: ২০
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে

আবেদনের বয়সসীমা

আবেদনের বয়স সর্বনিম্ন হতে হবে ১৮ বছর। ৩০ বছর পর্যন্ত বয়সীরাও আবেদন করতে পারবেন। তবে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত সিথিলযোগ্য। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।