সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ৩ বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ সুর।
১. গ। ২. ক, ঘ। ৩. খ। ৪. ক। ৫. ঘ। ৬. ক। ৭. খ। ৮. ক। ৯. ঘ। ১০. ঘ।
১১. ঘ। ১২. খ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. খ। ১৭. ঘ। ১৮. ক। ১৯. ঘ। ২০. গ।
২১. গ। ২২. ঘ। ২৩. খ। ২৪. ঘ। ২৫. ঘ। ২৬. ক। ২৭. ক। ২৮. খ। ২৯. ঘ। ৩০. খ।
৩১. ক। ৩২. ক। ৩৩. খ। ৩৪. গ। ৩৫. ঘ। ৩৬. গ। ৩৭. গ। ৩৮. ঘ। ৩৯. ক। ৪০. ঘ।
৪১. খ। ৪২. গ। ৪৩. খ। ৪৪. ক। ৪৫. খ। ৪৬. গ। ৪৭. খ। ৪৮. গ। ৪৯. খ। ৫০. গ।
৫১. খ। ৫২. গ। ৫৩. ক। ৫৪. খ। ৫৫. গ। ৫৬. খ। ৫৭. খ। ৫৮. ঘ। ৫৯. ঘ। ৬০. ঘ।
৬১. ঘ। ৬২. গ। ৬৩. খ। ৬৪. ঘ। ৬৫. খ। ৬৬. গ। ৬৭. খ। ৬৮. ক। ৬৯. খ। ৭০. খ।
৭১. ঘ। ৭২. ক। ৭৩. খ। ৭৪. গ। ৭৫. ক।