মডেল: রিয়াদ ও নীলা
মডেল: রিয়াদ ও নীলা

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন নেবে ১৫ জন, ডিপ্লোমায় আবেদন, বেতন ৪০০০০–৫২০০০ টাকা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে ২টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২ পদে মোট ১৫ জন নিয়োগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড

পদের বিবরণ

১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

  • পদ ৯টি (ইলেকট্রিক্যাল ৭ ও মেকানিক্যাল–২)

  • বেতন: ৫২০০০ টাকা

  • আবেদনের যোগ্যতা: বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর মধ্যে ৩ দশমিক ৫ থাকতে হবে। আর জিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।

  • আবেদনের বয়স: ৪ সেপ্টেম্বরে বয়স ৩০ বছর হতে হবে।

২. সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

  • পদ: ৬টি (ইলেকট্রিক্যাল ২ ও মেকানিক্যাল-৪)

  • বেতন: ৪০০০০ টাকা
    *আবেদনের যোগ্যতা: ২টি ইলেকট্রিক্যাল পদের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস থাকতে হবে। জিপিএ ৫–এর মধ্যে ৩ দশমিক ৫ থাকতে হবে। আর জিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।

  • ৪টি মেকানিক্যাল পদের জন্য ডিপ্লোমা ইন মেকানিক্যাল/পাওয়ার/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর মধ্যে ৩ দশমিক ৫ থাকতে হবে। আর জিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।

  • আবেদনের বয়স: ৪ সেপ্টেম্বরে বয়স ৩০ বছর হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: অনলাইন পেমেন্টের মাধ্যমে ১ নং পদের জন্য ৬০০ টাকা, ২ নং পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।