প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) রাজস্ব খাতে একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ২০তম গ্রেডে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। একাডেমিক পরীক্ষার যেকোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকতায় প্রশিক্ষণ/ গণযোগাযোগ গবেষণাকাজে ১৪ বছরের অভিজ্ঞতা অথবা জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিষ্ঠানে যুগ্ম সম্পাদক/ নির্বাহী সম্পাদক/ প্রধান বার্তা সম্পাদক/ সমতুল্য পদমর্যাদায় ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতায় থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি/ এমফিল ডিগ্রি/ পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য করা হবে।
বয়স: ন্যূনতম ৪২ বছর
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
২. পদের নাম: প্রশিক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/ গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি মাস্টার্স ডিগ্রিসহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে। সংবাদপত্রে প্রধান সহসম্পাদক/ রিপোর্টার হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা অথবা রেডিও/ টেলিভিশনে বার্তা বিভাগে ৫ বছরের অভিজ্ঞতা/ গণযোগাযোগ/ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণদাতা ইনস্টিটিউট/ প্রতিষ্ঠানে ৪ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৩. পদের নাম: সহকারী সম্পাদক (প্রকাশনা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: গণযোগাযোগ/ সাংবাদিকতা/ বাংলা/ ইংরেজি বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। সংবাদপত্রে/ রেডিও/ টেলিভিশনে বার্তা বিভাগে ৭ বছরের অভিজ্ঞতা।
বয়স: ৩৭ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৪. পদের নাম: সহকারী প্রশিক্ষক
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ/ সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। এর মধ্যে যেকোনো একটি পরীক্ষায় অন্তত প্রথম বিভাগ/ শ্রেণি এবং অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: গবেষক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ/ সাংবাদিকতা/ পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। গবেষণা কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৬. পদের নাম: সহসম্পাদক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/ গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় বিভাগে মাস্টার্স ডিগ্রি। অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৭. পদের নাম: অঙ্কনশিল্পী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত আর্ট কলেজ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/ বাণিজ্যিক প্রতিষ্ঠানে বা সংবাদপত্রে অঙ্কনশিল্পী হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৮. পদের নাম: প্রতিবেদক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা/ গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রিসহ অন্যান্য পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৯. পদের নাম: সম্পাদনা সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইংরেজি ও বাংলা সংশোধনে দক্ষতা থাকতে হবে। গণমাধ্যম-সংক্রান্ত প্রতিষ্ঠান কিংবা কোনো নামী প্রকাশনা সংস্থায় সংশোধক হিসেবে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
১০. পদের নাম: সংশোধক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ইংরেজি ও বাংলা সংশোধনে দক্ষতা থাকতে হবে। সংবাদপত্র কিংবা কোনো নামী প্রকাশনা সংস্থায় সংশোধক হিসেবে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক পাস। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে দক্ষ এবং বাংলাদেশে প্রচলিত কম্পিউটার পরিচালনায় সপ্রমাণ দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ড্রাইভার হিসেবে ৮ বছরের অভিজ্ঞতাসহ হালকা/ ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
১৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহার-সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ২৮ শব্দ থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৪. পদের নাম: ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। নথিপত্র জোগান ও সংরক্ষণের দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর। সবিশেষ অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
১৯ নভেম্বর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/ মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা; ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা; ১০ থেকে ১৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১৪ থেকে ১৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৬ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।