আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন দেড় লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক সংস্থা হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল (এইচএফএইচআই) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় হেড অব প্রোগ্রাম পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই–মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: হেড অব প্রোগ্রাম
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ/সমাজবিজ্ঞান/অর্থনীতি/পরিসংখ্যান/ভূগোল বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় ১০ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, হাউজিং অ্যান্ড হিউম্যান সেটেলমেন্ট, ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড রেসপন্স, কমিউনিটি ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ ও রিপোর্ট লেখায় দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,৫০,০০০–১,৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে কভার লেটারসহ সিভি hr@habitatbangladesh.org এই ঠিকানায় ই–মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২২।