ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় প্রকিওরমেন্ট অ্যান্ড স্টোরস সুপারভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রকিওরমেন্ট অ্যান্ড স্টোরস সুপারভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্তত আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইইএলটিএসে স্কোর অন্তত ছয় থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। এমএস ওয়ার্ড, আউটলুক, এক্সেল ও ওরাকলের কাজ জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪৫ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ১,০৫,৮৮২ টাকা
সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৩।