পর্যটন ও হোটেল খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ, সরকারি ৬ ধরনের কোর্সে করুন আবেদন

দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউস, রেস্তোরাঁ, ফাস্ট ফুড শপ, বেকারি, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটনশিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে ছয় ধরনের কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণ কোর্সের নাম ও বিবরণ

১. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (শেফের কাজ শেখানো হয়)। হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানপদ্ধতি অনুযায়ী দেশি-বিদেশি খাবার-পানীয় প্রস্তুত, ডেকোরেশন ও পরিবেশন এবং স্টোরিং, কস্টিং পারচেজিংসহ সম্পৃক্ত বিষয়াদি। কোর্স ফি ৪৫,০০০ টাকা।

২. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরাঁ প্রিপারেশন, টেবিল সেটআপ, খাদ্য ও পানীয় পরিবেশনের কলাকৌশল প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স ফি ৩৫,০০০ টাকা।

৩. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। হোটেল, মোটেল এবং আধুনিক মানসম্পন্ন ফাস্ট ফুড শপ ও বেকারি পরিচালনার ক্ষেত্রে কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ প্রস্তুত প্রণালি। কোর্স ফি ৩৫,০০০ টাকা।

8. ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস। এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানসমূহ পরিচালনা এবং এয়ারলাইনস টিকিটিং ও এয়ারলাইনস ফেয়ার ক্যালকুলেশনের অন্তর্ভুক্ত বিষয়াদি। কোর্স ফি ৩৫,০০০ টাকা।

৫. ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়েল অপারেশনস। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অভ্যর্থনাসহ ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলি। কোর্স ফি ৩০,০০০ টাকা।

৬. হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কক্ষের সাজসজ্জা, বেড তৈরি, ক্লিনিং, লন্ড্রি সার্ভিস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন। কোর্স ফি ৩০,০০০ টাকা।

ভর্তি ও আবেদন ফি

অফিস চলাকালীন সময়ে (সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) মহাখালীতে অবস্থিত ইনস্টিটিউটের অফিস থেকে ৩০০ টাকা মূল্যে ভর্তি ফরম কেনা যাবে। পূরণ করা ভর্তি ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, প্রশংসাপত্র এবং দুই কপি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তির যোগ্যতা

ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস এবং ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়েল অপারেশনস কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস এবং অন্যান্য কোর্সের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস।

আরও বিস্তারিত তথ্যের জন্য

যোগাযোগ: ৮৩-৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩। ফোন- ০১৯৯১-১৩৯০১১, ০২২২২২৯৯২৯১, ০২২২২২২৯৯২৮৯।