পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষার পদভিত্তিক কেন্দ্রের তালিকা অনুযায়ী পরীক্ষার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।