পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৯ম থেকে ২০তম গ্রেডে ৪৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেডসহ কমপক্ষে একটি প্রথম বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। বিএমডিসির রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: পিও টু প্রো-ভাইস চ্যান্সেলর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ টেকনিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেডসহ কমপক্ষে একটি প্রথম বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যেকোনো একটিতে বা উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়/ সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা/ সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: সেকশন অফিসার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ টেকনিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেডসহ কমপক্ষে একটি প্রথম বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যেকোনো একটি বা উভয়টিতে প্রথম শ্রেণি প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়/ সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা/ সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: বাজেট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর/ এমবিএ ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেডসহ কমপক্ষে একটি প্রথম বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যেকোনো একটিতে বা উভয়টিতে প্রথম বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক/ বিবিএ ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়/ সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/ সহকারী বাজেট অফিসার/ সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ মহাবিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেডসহ কমপক্ষে একটি প্রথম বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে অথবা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট/ বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির/ সমমানের ডিপ্লোমাধারী হতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়/ সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; এর মধ্যে উপসহকারী প্রকৌশলী/ সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৬. পদের নাম: উপসহকারী খামার তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম শ্রেণির/ সমমানের কৃষি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৭. পদের নাম: নার্স
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি নার্সিংয়ে প্রথম শ্রেণির/ সমমানের ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না। নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৮. পদের নাম: ফটোগ্রাফার কাম ভিডিও অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: ফটো টেকনোলজি/ ফটোগ্রাফিতে প্রথম শ্রেণির ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের গ্রেড থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৯. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্টোর ও হিসাবরক্ষণ কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইংরেজি ও বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২০ শব্দের গতিসহ এমএস অফিসের বিভিন্ন প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ সমমান গ্রেড থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: কার্পেন্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাসসহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
১২. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) পাসসহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস হতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইসেন্সধারী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
১৩. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১৪. পদের নাম: বুক বাইন্ডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১৫. পদের নাম: কুক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস হতে হবে। দেশি-বিদেশি রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১৬. পদের নাম: কিচেন হেলপার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি-বিদেশি রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৭. পদের নাম: গার্ড
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৯. পদের নাম: অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
২০. পদের নাম: হেলপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
২১. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) পাস। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
২২. পদের নাম: সুইপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন যেভাবে
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে নিজ হাতে লিখিত ১০ সেট দরখাস্ত রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। সরকারি বিধিবিধানের আলোকে নিয়োগপদ্ধতিতে বিভিন্ন কোটা অনুসরণযোগ্য। পদের নাম ও বিভাগ খামের ওপর স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
আবেদন ফি
‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী’ শিরোনামে রূপালী ব্যাংক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অনুকূলে (রূপালী ব্যাংকের যেকোনো শাখা থেকে) ৯ম ও ১০ম গ্রেডের জন্য ৯০০ টাকা; ১১, ১৩ ও ১৬তম গ্রেডের জন্য ৬০০ টাকা; ১৭, ১৮ ও ২০তম গ্রেডের জন্য ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার নম্বর, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী।
আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২২।