মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্নাতক পাসে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকের আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আজ সোমবার (০১ জানুয়ারি) থেকে আবেদন করতে পারছেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কতজন নিয়োগ পাবেন তা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর মধ্যে থাকতে হবে ২ দশমিক ৫।

অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন–সম্পর্কিত জ্ঞান। আইটি সার্ভিস ম্যানেজমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্ট প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুযোগ–সুবিধা মিলবে

আবেদনের বয়স: ২৮-৪৫ বছর

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।