কোল পাওয়ার জেনারেশন কোম্পানি ৭ পদে নেবে ৩২ জন

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যবস্থাপক (নিরাপত্তা), ব্যবস্থাপক (কেমিস্ট), চিকিৎসা কর্মকর্তা, সহকারী ব্যবস্থাপক, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন/ স্টোর), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা) ও উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেবে সিপিজিসিবিএল। এই ৭ পদে মোট ৩২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিপিজিসিবিএল। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৯ জুন পর্যন্ত।

পদসংখ্যা ও বেতন

  • ব্যবস্থাপক (নিরাপত্তা) ১টি পদ (৫ম গ্রেড), মূল বেতন ৯১০০০

  • ব্যবস্থাপক (কেমিস্ট), ১টি পদ (৫ম গ্রেড), মূল বেতন ৯১০০০

  • চিকিৎসা কর্মকর্তা, ১টি পদ (৮ম গ্রেড), মূল বেতন ৫২০০০

  • সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল), ১টি পদ (৮ম গ্রেড), মূল বেতন ৫২০০০

  • জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন/স্টোর), ৬ পদ, (গ্রেড ১০), মূল বেতন ৪০০০০

  • জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা) ৬ পদ, (গ্রেড ১০), মূল বেতন ৪০০০০

  • উপসহকারী প্রকৌশলী, পদ ১৭টি, (গ্রেড ১০), মূল বেতন ৪০০০০

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।