বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৫ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

পরিবেশবাদী বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল সিসোর্স স্টাডিজ (সিএনআরএস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে একটি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যাচারাল রিসোর্স গভর্ন্যান্স, সমাজবিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্সেস বা বিজনেস স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ন্যাচারাল রিসোর্স গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। ট্রেনিং বা ওয়ার্কশপ করানোর অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (ফুলটাইম)
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০৫,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। একই লিংকে ছবি, স্বাক্ষর, কভার লেটার, দুটি রেফারেন্সসহ সিভি আপলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪