এখন থেকে নতুন যত বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাতে ক্যাডারের কত পদ থাকবে, সেটির পাশাপাশি উল্লেখ থাকবে নন-ক্যাডারে কত পদ। এ ছাড়া চূড়ান্ত ফলের সময় ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারে কারা সুপারিশ পেলেন, সেটি উল্লেখ থাকবে। পিএসসি জানিয়েছে, নতুন নন-ক্যাডার বিধিমালা পাস হওয়ার পর এ বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেছে। এখন এই নিয়মেই সব বিসিএস চলবে।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নন-ক্যাডার বিধিমালা পাস হওয়ার পর তা ৪৫তম বিসিএসে সরাসরি প্রয়োগ করা হয়েছে। এ বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডারের পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ আছে। এখন থেকে যত বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাতে ক্যাডারের পদের পাশাপাশি নন-ক্যাডারের পদের সংখ্যাও উল্লেখ থাকবে।
এটি হওয়াতে চাকরিপ্রার্থীরাই লাভবান হচ্ছেন উল্লেখ করে পিএসসির কর্মকর্তা বলেন, নন-ক্যাডারে নিয়োগপ্রক্রিয়া চালু করার পর থেকে দেখা গেছে, প্রথমে ক্যাডারদের নিয়োগের সুপারিশ করা হতে। এরপর একটা পর্যায়ে এসে কিছুটা সময় নিয়ে নন-ক্যাডারের তালিকা প্রকাশিত হতো। এটা একেবারে হতো না। প্রথমে কিছু, এরপর কিছু—এমন করে নিয়োগের সুপারিশ করা হতে। প্রথমে প্রথম শ্রেণির পদ শেষ করা হতো আবার পরে দ্বিতীয় শ্রেণির পদগুলো দেওয়া হতো। আরেকটি বিসিএসের ফলের আগপর্যন্ত এ কার্যক্রম চলতেই থাকত। কিন্তু এখন নতুন নিয়মে ক্যাডারের পদ সুপারিশের সঙ্গে সঙ্গে নন-ক্যাডারের সুপারিশও হয়ে যাবে। এতে ক্যাডারের প্রার্থী ও নন-ক্যাডারের প্রার্থী একেবারেই নিয়োগের সুপারিশ পাবেন আর কাছাকাছি সময়েই নিয়োগ পেয়ে কর্মস্থলে যোগ দিতে পারবেন। সময় কমে যাবে এতে ও ঝামেলাও কমে যাবে। নন-ক্যাডারদের নতুন বিধিমালা চাকরিবান্ধব হয়েছে বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।
পিএসসি সূত্র জানায়, এখন ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএস চলমান। ৪৩তম বিসিএসের ভাইভা চলছে। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখছেন দ্বিতীয় পরীক্ষক এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে শুরু হচ্ছে। চলমান এই বিসিএসগুলোতেই ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশ করবে পিএসসি। এতে চাকরিপ্রার্থীদের নিয়োগ জটিলতা কমবে ও দ্রুত সময়েই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
এ বছরে নন-ক্যাডারের নিয়োগ বিধিমালা সংশোধন করেছে সরকার। এটি পাস হওয়ার পর ৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে বড় নিয়োগ সুপারিশ করল পিএসসি। এখন থেকে নতুন নিয়োগবিধি মেনেই সব কাজ হবে বলে জানায় পিএসসি। ৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের কার্যক্রম হাতে নেওয়ার সময় নন-ক্যাডার নিয়োগবিধি সংশোধনের উদ্যোগ নেয় সরকার। এরপর বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে সেটি অনুমোদনের পর এ বিষয়ে মত দেয় পিএসসি। আইন মন্ত্রণালয় সেটি যাচাই-বাছাই করলে ওই নিয়োগবিধি সচিব কমিটিতে পাস হয়। পরে সেটির চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী।