বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেবে প্রকল্প পরিচালক

মডেল: মোনালিসা মুন্নি
ছবি: প্রথম আলো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আওতায় ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি) প্রকল্পে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রকল্পে একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছক পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

  • পদের নাম: প্রকল্প পরিচালক (পিডি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর গ্রেড-২ অথবা গ্রেড-৩–এ কর্মরত হতে হবে। ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৫ বছর ৪ মাস)
    বেতন: উল্লেখ নেই

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত ছক অনুযায়ী জীবনবৃত্তান্ত লিখে পিডিএফ ফরম্যাট করে ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে secretary@ugc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে CV for the Position of PD (ICSETEP) উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।