আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৪২ হাজার, দুই দিন ছুটি

মডেল: ইয়াসফি ও হাদী
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে স্পেশালিস্ট-জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: স্পেশালিস্ট-জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান/ জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। জেন্ডার অ্যান্ড সেফগার্ডিং ইস্যু বিষয়ে কনসেপচুয়াল ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রিপোর্ট রাইটিং, উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। টিম ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: ১৮ থেকে ৬৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৪২,৫৩৪।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, আনুষঙ্গিক ভাতা, সপ্তাহে দুই দিন ছুটিসহ বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৪।