ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন ৮০,৮১৫, লাগবে না অভিজ্ঞতা

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে অন্তত চারটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স: আগামী ১৪ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: এক বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৮০,৮১৫ টাকা।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব পরীক্ষার সনদ স্ক্যান করে একই লিংকে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৩।