বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া রিয়াজই এবার প্রথম

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে চাকরি পেয়েছেন রিয়াজ উদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে চাকরির লিখিত পরীক্ষায় গত বছর উত্তীর্ণ হতে পারেননি রিয়াজ উদ্দিন। এরপর পণ করেন, সহকারী পরিচালক পদে টিকতেই হবে। শুরু করেন কঠোর পরিশ্রম। সফলতাও পেয়ে যান। গত বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন রিয়াজ উদ্দিন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে চাকরির লিখিত পরীক্ষায় গত বছর ফেল করেছিলেন রিয়াজ উদ্দিন

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২২৫ জন প্রার্থীকে সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করে গত মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হয়। তালিকার প্রথমে নিজের রোল নম্বর দেখবেন এটা কল্পনাও করতে পারেননি রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘ফলাফলের শুরুতেই নিজের রোল দেখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। কমপক্ষে পাঁচ থেকে ছয়বার প্রবেশপত্রের সঙ্গে নিজের রোল মিলিয়েছি। ২২৫ জনের মধ্যে কোনোভাবে নিজের রোলটা থাকলেই হলো, এমন একটা প্রত্যাশা ছিল। তবে প্রথম রোলটা চেক করেই আর কোনো রোল চেক করা লাগবে না, এমনটা কল্পনা করিনি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ করেছেন রিয়াজ উদ্দিন। ২০২১ সালে এমবিএ পাস করেন। রিয়াজ উদ্দিন বলেন, ‘এমবিএতে পড়া অবস্থায় ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে চাকরির প্রস্তুতি শুরু করি। যেহেতু ব্যবসায় শিক্ষা অনুষদে পড়াশোনা করেছি, তাই একটা ইচ্ছা ছিল কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করা।’

রিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের এডি পদের নিয়োগপ্রক্রিয়া দ্রুত সময়ে সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে চাওয়ার এটাও অন্যতম কারণ। এ ছাড়া সহকারী পরিচালক পদের সামাজিক স্বীকৃতি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ–সুবিধাতো আছেই।

বাংলাদেশ ব্যাংকের এডি পদে তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হয়। ধাপগুলো হলো—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। রিয়াজ উদ্দিনের কাছে এই তিন ধাপের মধ্যে লিখিত পরীক্ষার ধাপটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

সহকারী পরিচালক পদে প্রস্তুতির জন্য নির্দিষ্ট কোনো বই অনুসরণ করেননি রিয়াজ উদ্দিন। নিয়মিত পত্রিকা পড়তেন। বিশেষ করে, বাণিজ্য ও ব্যাংক–সংক্রান্ত খবরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন। তিনি বলেন, ‘নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস আমাকে দারুণ সাহায্য করেছে। পত্রিকা পড়ার কারণে আপডেট থাকতাম। সাম্প্রতিক বিষয়গুলো ভালোভাবে জানা সম্ভব হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের উদ্দেশে রিয়াজ উদ্দিন বলেন, প্রিলিমিনারিতে পাস করার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজি ভোকাবুলারি ও দ্রুত গণিত সমাধান করার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। এ জন্য বেশি বেশি অনুশীলনের কোনো বিকল্প নেই। তা ছাড়া প্রিলির জন্য সিলেক্টিভ প্রস্তুতি না নিয়ে সামগ্রিক প্রস্তুতি নিতে হবে।