আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

ফ্রান্সের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গা প্রকল্পের কুতুপালং–বালুখালী এক্সপানশন সাইটে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ই–মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
    পদসংখ্যা: উল্লেখ নেই
    যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, সমাজবিজ্ঞান, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের টেকনিক্যাল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় সমপদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি সাবলীল হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,১৫,০০০–১,১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কভার লেটার ও তিনটি রেফারেন্সসহ সিভি actedbgd.hr2@gmail.com এই ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৩।