রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে চুক্তি ভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি ই-মেইলেও আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার (জেনারেল ম্যানেজার পদমর্যাদা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) বা সার্টিফায়েড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) বা সমমানের প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম ডিগ্রি বা অর্থনীতি, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টস বা ট্যাক্সেশনে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে যেকোনো একটি প্রকাশনা থাকতে হবে।
বয়স: ২৫ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠানোর পাশাপাশি সফট কপি ই-মেইলে পাঠাতে হবে। খাম ও মেইলের সাবজেক্টে ‘Application for Chief Financial Officer’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, হেড অফিস, ৯/ডি, দিলকুশা, সি/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৪।