বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ইউএসএআইডি বিজয় অ্যাকটিভিটি বিভাগে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র ম্যানেজার—গ্র্যান্টস অ্যান্ড কমপ্লায়েন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ থেকে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ও সরকারি কাঠামো সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কেয়ার বাংলাদেশ ঢাকা অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: মাসিক বেতন ১,৩১,৬২০ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মজীবী মায়ের সুযোগ ও ডে-কেয়ারের সুযোগ আছে।
আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরি–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৪।