সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। আজ রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। আজ রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে

৫ বিসিএসে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার

পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। আজ রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

তবে জনপ্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এ ছাড়া আরও ২ হাজার কর্মকর্তা ৪৭তম বিসিএসের পর নিয়োগ হবে। সেগুলো আলাদা কোনো বিসিএসের মাধ্যমে নাকি নন–ক্যাডারের মাধ্যমে হবে তা চূড়ান্ত হয়নি। সব মিলে ২০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ পেতে যাচ্ছেন।