বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইল, সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ২০
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্র্যাঞ্চ ম্যানেজার পদে পিকেএসএফের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে এবং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।
বেতন–ভাতা: মাসিক বেতন সাকল্যে ৩৭,০৫০ থেকে ৪৪,০৩৩ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া বেতনের অতিরিক্ত হিসেবে ৬০ টাকা (প্রতি কার্যদিবসে) খাদ্য ভাতা প্রাপ্য হবেন, চাকরি স্থায়ী হলে বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্সের ভিত্তিতে প্রমোশন, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধিমোতাবেক অন্যান্য সুবিধা দেওয়া হবে।
শর্ত
১০০ টাকার ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে দুজন জামিনদার নিযুক্ত হবেন। নির্বাচিত প্রার্থীদের ৩০ হাজার টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে, যা চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য। তবে এক বছরের মধ্যে চাকরি থেকে অব্যাহতি নিলে জামানতের টাকা ফেরতযোগ্য নয়।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (ই-মেইল ও মোবাইল নম্বরসহ) জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ই–মেইল, সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ), বাসা নম্বর–৫, রোড নম্বর–৪, ব্লক–এ, সেকশন–১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬। ই–মেইল: seephrd.cv@gmail.com।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর, ২০২৪।