বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে তিন ক্যাটাগরির পদে কর্তকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: চিফ টেকনোলজি অফিসার (সিটিও)
পদসংখ্যা: ১
যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বর্তমানে কোনো ব্যাংকে ইভিপি বা এর উচ্চপদসহ অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে ডিএমডি পদে থাকলে ওই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বীকৃত কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। ব্যাংকিং সিস্টেম, আইসিটি অপারেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন, সাইবার সিকিউরিটি, বড় কোনো আইটি টিম ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ–ভিত্তিক সমাধানে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
২. পদের নাম: হেড অব নেটওয়ার্ক ফর আইসিটি অপারেশন ডিভিশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে এভিপি বা এজিএম পদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেটওয়ার্ক আর্কিটেকচার, সাইবার সিকিউরিটি, আইসিটি অপারেশনস, কোর ব্যাংকিং সিস্টেম ও বড় কোনো আইটি টিম ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
৩. পদের নাম: হেড অব ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার
পদসংখ্যা: ১
যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো ব্যাংক বা ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে এভিপি বা এজিএম পদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শরিয়াহ–ভিত্তিক ইসলামিক ব্যাংকিং মূলকীতি, কোর ব্যাংকিং সিস্টেমে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ সিভি সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক পিএলসি, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা ১০০০।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৪।