গণযোগাযোগ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৩৯৭, আবেদন ফি ৫০–১০০

প্রতীকী ছবি: প্রথম আলো

গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৩ থেকে ২০ পর্যন্ত একাধিক স্থায়ী পদে অস্থায়ীভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৩৯৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ২. পদের নাম: ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ স্বীকৃত বোর্ড থেকে সংগীতে ডিপ্লোমা থাকতে হবে। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শী; সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী; গণজমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৪. পদের নাম: সাউন্ড মেকানিক
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভকেশনাল) বা সমমান পাস। ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিকস ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৫. পদের নাম: ড্রাইভার
    পদসংখ্যা: ৩৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। ভারী মোটরগাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৬. পদের নাম: এমএল সারেং
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনল্যান্ড মেকানিক্যাল প্রপেল ভেসেলস সারেং হিসেবে যোগ্যতার সার্টিফিকেট এবং মোটর লঞ্চ চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৭. পদের নাম: এমএল ড্রাইভার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর লঞ্চ চালনায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের সার্টিফিকেট এবং মোটর লঞ্চ চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ৪১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৯. পদের নাম: ঘোষক
    পদসংখ্যা: ৪২
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বরসহ ঘোষণায় পারদর্শী; ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১০. পদের নাম: ডায়নামো মেকানিক
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভকেশনাল) পাস। অথবা এসএসসি বা সমমান পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক বা মেকানিকে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশেষ করে তৈল বা গ্যাসচালিত ইঞ্জিন, ডায়নামো এবং জেনারেটর মেরামতের কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১১. পদের নাম: ফ্লুট প্লেয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। গান বা সুরের তাল, লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১২. পদের নাম: সহকারী সাইন অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভকেশনাল) বা সমমান পাস। বৈদ্যুতিক (এসি/ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত) কাজের অভিজ্ঞতা। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: রাঙামাটি ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১৩. পদের নাম: এপিএই অপারেটর
    পদসংখ্যা: ৯১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভকেশনাল) বা সমমান পাস। বৈদ্যুতিক (এসি/ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত) কাজের অভিজ্ঞতা। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: রাঙামাটি ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১৪. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ১১৩
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: রাঙামাটি ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
    পদসংখ্যা: ৪৭
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: রাঙামাটি ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: রাঙামাটি ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ১২ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটকের প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১ আগস্ট ২০২২ থেকে ২৫ আগস্ট ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।