সমন্বিত ১০ ব্যাংকের প্রিলি পরীক্ষা শুক্রবারই নেবে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসারের (জব আইডি-১০১৮০) ৯২২টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষা আগের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ ঘোষিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার (১০ নভেম্বর) পরীক্ষা হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) পরিচালক মো. সাঈদুর রহমান খান আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিনিয়র অফিসার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮৭৯। সবচেয়ে বেশি প্রার্থী মাইলস্টোন কলেজে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার।

আগামীকাল বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিভিন্ন দল। অর্থাৎ বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে। অবরোধের কারণে অনেক প্রার্থী পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

মো. রাহিনুল ইসলাম নামের এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। আমার মতো যারা ঢাকার বাইরের জেলায় থাকি, তারা কীভাবে শুক্রবার ঢাকায় এসে পরীক্ষায় অংশগ্রহণ করব? আমাদের অসুবিধার কথা ভাবা উচিত নিয়োগকারী কর্তৃপক্ষের।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে আসতে হবে।

প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ, বই, মানিব্যাগ, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। প্রার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। গত বছরের ২৯ ডিসেম্বর সিনিয়র অফিসারের ৯২২টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।