বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে ৯ম গ্রেডে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ৫
যোগ্যতা: অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি/বিভাগ এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি/বিভাগ বা অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল মানের অন্তত একটি রিসার্চ পাবলিকেশনসহ গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আগ্রহী প্রার্থীদের বিআইডিএসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে bidsra@gmail.com ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদপত্র/মার্কশিট পাঠানোর দরকার নেই।
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪।