ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে জেন্ডার স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: জেন্ডার স্পেশালিস্ট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জেন্ডার স্টাডিজ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে ভালো। কক্সবাজারে হিউম্যানিটারিয়ার রেসপন্সে এডুকেশন বা প্রোটেকশন সেক্টরে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে জেন্ডার প্রোগ্রাম ডিজাইন ও বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার ইক্যুয়ালিটি, সোস্যাল ইনক্লুশন ও সেফগার্ডিং পলিসি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৪।