সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুটি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (নারী)
পদসংখ্যা: ৪ (কমবেশি হতে পারে)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ–৫–এর মধ্যে ২.৫০ অথবা সমমান পাস থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। বাংলা ও ইংরেজি ব্যাকরণ বানান, বিরামচিহ্ন ব্যবহারসহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত করণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যথাযথভাবে ফাইলিং উপস্থাপন, তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১৮,৩০০–৪৬,২৪০ টাকা
২. পদের নাম: সহকারী ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪ (কমবেশি হতে পারে)
যোগ্যতা: গণিতে পারদর্শীসহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ–৫–এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা সমমান পাস থাকতে হবে। কম্পিউটার এবং অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।
বেতন স্কেল: ১৮,৩০০–৪৬,২৪০ টাকা
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শর্ত
সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় ২০ হাজার টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা দিতে হবে।
যেভাবে আবেদন
আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে এফোর সাইজের আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। খামের ওপরে অবশ্যই প্রার্থীর নাম, পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ।
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট, ২০২৪।